১) পূর্বে যে সকল শিক্ষার্থীরা ২০১৭ সনের অনার্স বৃত্তির জন্য অনলাইনে আবেদন করেছেন তারা Login করে Dashboard-থেকে View –তে ক্লিক করে Edit Information –এ গিয়ে তাদের বৃত্তির তথ্য আপডেট (নতুন তালিকার ক্রমিক নম্বর ও মাস্টার্সের শিক্ষাবর্ষঃ ২০১৭-২০১৮) করে Submit করতে হবে।
২) ইতোপূর্বে সাইন আপ করে না থাকলে সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান পূর্বক সাইন আপ করুন। এক্ষেত্রে যে সকল শিক্ষার্থী এখনও DU Registration No.পাননি, তারা এইচ.এস.সি/সমমান এর Registration No. ব্যবহার করে সাইন আপ করুন। সাইন আপ হয়ে গেলে/পূর্বে সাইন আপ করা থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন (Login) করুন।
৩) ড্যাশবোর্ড থেকে "Apply for Scholarship" বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সিলেক্ট করুন এবং সতর্কতার সাথে অন্যান্য তথ্য প্রদান করুন।
৪) তথ্য পূরণ শেষে সকল তথ্য সঠিক থাকলে "Submit to Scholarship Section" বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করুন। আবেদন সাবমিট না করলে আপনার আবেদনটি বিবেচনা করা হবে না।