ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এইচ.এস.সি. পরীক্ষার ফলাফলের উপর বোর্ড বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের
তথ্য সংশোধন/আবেদন সংক্রান্ত অতি জরুরী বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ (৪র্থ বর্ষ), ২০১৭-২০১৮ (৩য় ও ৪র্থ বর্ষ), ২০১৮-২০১৯ (২য়, ৩য় ও ৪র্থ বর্ষ), ২০১৯-২০২০ (১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ), ২০২০-২০২১ (১ম ও ২য় বর্ষ) এবং ২০২১-২০২২ (১ম বর্ষ) শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত
যে সকল শিক্ষার্থীরা অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারেনি (যাদের নাম বোর্ড বৃত্তির তালিকায় আছে) তারা আগামী ৩১/০৩/২০২৩ তারিখ (সকাল ১০.০০ টা) থেকে ০৬/০৪/২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের সাথে স্ব স্ব কলেজ থেকে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে প্রত্যয়ন পত্রের কপি, সংশ্লিষ্ট বোর্ডের গেজেটের কপি (যে পাতায় শিক্ষার্থীর নাম রয়েছে), শিক্ষার্থীর নিজ নামের ব্যাংক একাউন্টের চেক (MICR) পাতার কপি/ব্যাংক স্টেটমেন্টের কপি এবং এইচ. এস. সি. পরীক্ষার মার্কশিটের কপি আপলোড করতে হবে।
যে সকল শিক্ষার্থীদের পুনঃভর্তি রয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা পূর্বে অনলাইনে বোর্ড বৃত্তির জন্য আবেদন করেছেন তাদের পুনরায় বৃত্তির আবেদন না করার জন্য বলা হচ্ছে।
বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট নম্বর থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়।
শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণীয়:
১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।
২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।
৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৪। শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।
৫। বৃত্তির ক্যাটাগরি (মেধা/সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।
৬। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
৭। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল (Active) থাকতে হবে।
বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল এড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না। যে সকল শিক্ষার্থীরা ইমেইল এড্রেস এখনও পায়নি তারা অতিদ্রুত স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট-এর সাথে যোগাযোগ করে ইমেইল এড্রেস সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।